Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
শোমসপুর আবু তালেব ডিগ্রি কলেজ
বিস্তারিত

অত্র শোমসপুর আবুতালেব ডিগ্রী কলেজটি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলাধীন শোমসপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড শোমসপুর এলাকায় খোকসা-গোপগ্রাম পাকা রাস্তার পার্শ্বে চারিদিকে পাকা প্রাচীর এবং তার মধ্যে সারি সারি বৃক্ষ রাজীবেষ্টিত অতি মনোরম পরিবেশে অবস্থিত।অত্র কলেজটি ১৯৯৩ সালের ৯ই জুলাই স্থানীয়শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গেরউৎসাহে বৃহত্তর শোমসপুর এলাকারআপমর জনসাধারণের ঐকান্তিক সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় ‍‍‍শোমসপুর মহাবিদ্যালয়।পরবর্তিতে অত্র গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী তদানিন্তন অবিভক্ত বাংলারলেবার কমিশনারজনাব আবু তালেব সাহেবএককালীন ১৫,০০,০০০/- অনুদানের ফলশ্রুতিতে শোমসপুর মহাবিদ্যালয়কে শোমসপুর আবু তালেব মহাবিদ্যালয়নামে নামকরণ করা হয়।তৎপরবর্তীতে উচ্চ শিক্ষা প্রবর্তনের লক্ষ্যে ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষ হতে ডিগ্রী পর্যায়ে উন্নিত করণের ফলে বর্তমানে অত্র প্রতিষ্ঠানটি শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজনামে নাম করণ করা হয়।১৯৯৩-৯৪ শিক্ষা বর্ষ হতে যশোর শিক্ষা বোর্ডের অধীন উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, বানিজ্য ও মানবিক শাখা নিয়ে যাত্রা শুরু করে ১৯৯৫-৯৬ শিক্ষা বর্ষ হতে ডিগ্রী পর্যায়ে উন্নিত হয় এবং ২০০৫-০৬ শিক্ষা বর্ষ হতে কলেজটিতে এইচ,এস.সি(বি.এম)শিক্ষাক্রমের অধীন কম্পিউটার অপারেশন ও সেক্রেটারিয়াল সায়েন্স বিভাগ দুইটি চালু করা হয়।উল্লেখ্য যে, অত্র কলেজে ১৯৯৫ সাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র এবং ১৯৯৯ সাল থেকে ডিগ্রী পরীক্ষা কেন্দ্র চালু হয় এবং অত্যন্ত সুষ্ঠু ও সুশৃঙ্খল ও নিষ্ঠারসাথে পরীক্ষা পরিচালনার জন্য যথেষ্ট সুনাম অর্জন করেছে।এখানে আরো উল্লেখ্য যে, অত্র কলেজটি খোকসা থানা সদরেরউত্তরে খোকসারেল স্টেশন সংলগ্ন পল্লী এলাকায় অবস্থিত হলেও রেল ও সড়ক পথের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত।