বিদ্যালয়ের ইতিহাসঃ
তৎকালীন খোকসা থানার থানা নির্বাহী কর্মকর্তা ও এলাকার কপিতয় গন্যমান্য ব্যক্তিবর্গ নারী শিক্ষার স্বতন্ত্র প্রতিষ্ঠান গড়ার স্বপ্ন দেখেন। তাদের চেষ্টার ফলে অত্র এলাকার মানুষের সহযোগীতার সমন্বয় ঘটিয়ে ১৯৮৫ সালের ১লা জানুয়ারী তারিখে শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত করেন থানা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রাজ্জাক আলী। এলাকাবাসীর স্বপ্ন পূরনের মাধ্যমে প্রতিষ্ঠানটি যাত্র শুরু করে তথন থেকেই।চারিদিকে প্রাচীর বেষ্টিত মনোরম পরিবেশে দ্বিতল ভবন দ্বারা বিদ্যালয়টি অবস্থিত। এই বিদ্যালয় থেকে প্রথম ১৯৮৮ সালে এস.এস.সি পরীক্ষায় অংশ গ্রহণ করে এবং ভাল ফলফল সহ আমাদের শিক্ষার্থীরা এক নতুন অধ্যয়ের সূচনা করে। মানিবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ চালু আছে। অত্র বিদ্যালয়ে ২০১০ সাল হতে জে.এস.সি ও এস.এস.সি পরীক্ষা কেন্দ্র (ভেন্যু) হিসাবে অত্যন্ত সুষ্ঠু ও সুশৃঙ্খলতার সাথে পরীক্ষা পরিচালনার জন্য যথেষ্ট সুনাম অর্জন করেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস